আমি তবু বলি: এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি, দেখা যাক পৃথিবীর ঘাস, সৃষ্টির বিষের বিন্দু আর নিষ্পেষিত মনুষ্যতার আধারের থেকে আনে কী করে যে মহানীলাকাশ।।
Friday, 18 November 2011
Wednesday, 2 November 2011
প্রানের শহর~~~
প্রাণের শহর
ঝাপসা হয় পানবাজার অভার ব্রিজ,ভরলুমুখ,দিপর বিল,
কারবি গ্রাম, গোয়ালপাড়ার সূর্যাস্তের ব্রহ্মপুত্র,আমার
প্রানের শহর; বিধ্বস্ত হয়েছে তার চিত্রল মুখ ,ছবির মত
অমলকান্তি বাড়িগুলোর মুখ ঢেকেছে কর্পোরেট অশ্লীলতায় ,
উঠোনে দাঁড়ালে চোখ ছুঁয়ে যেত শরনিয়ার সাবলীল শরীর ;
কাহিলিপাড়া, জাপরিগগ,নিলাচল চোখ ঢেকেছে আঁচলে ,
চোখ হোচট খায় ধাবমান অতল তল ও বাজারের কৃত্রিম
আলোর ছলাকলায় ,ফ্লাইওভারের কার্নিশে মুখ ঘষে শহরের
বন্ধ্যা জীবন; হারিয়ে যায় স্মৃতির ক্যানভাসে এঁকে রাখা তুলির
বর্ণিল মেদুরতা ,সব শহরই আজ এক ছাঁচে ঢালা বৈচিত্র্যহীন
বেবাক নিথর শব;তবু ভালবাসি আমার প্রানের শহর ,তোর
লাইকেনহীন শরির থেকে আগ্রাসী আমি খুটে খাই অক্সিজেন মন।
Subscribe to:
Posts (Atom)