Tuesday, 26 April 2011

শ্রীহট্টের ধামাইল-সিলেটর একটি ঐতিহ্যপূর্ণ লোক নৃত্য

4 comments:

  1. ব্লগিং এর জন্য শুভেচ্ছা।
    প্রথমত টেমপ্লেট বাছাই ভাল হয়নি। আরো ভাল ভাল টেমপ্লেট আছে নিতে পারতেন। তবে ঘাবড়ানোর কিছু নেই। ধীরে ধীরে রপ্ত হবে।
    দ্বিতীয়ত ছবিগুলির অ্যালাইনমেন্ট ঠিক নেই। এটাতে ও হাইকু সিরিজে। সেগুলোও শিখে নিন।
    কিছু গ্যাজেট লাগান।
    কোনও সাহায্যের প্রয়োজন হলে বলুন।
    malyaban.28@gmail.com

    ReplyDelete
  2. অনেক ধন্যবাদ মাল্যবান।একটু সময় নিয়ে দেখি।।সত্যি বেশ হিমসিম খাচ্ছি।নন্দিতাদি।

    ReplyDelete
  3. এই ভিডিওটা কি, ইউ টিউবে তোলেন নি? তুলুন। সেখান থেকে আকার রং বাছাই করে এইচ টি এম এল কোড এখানে কপি পেস্ট করুন। আস্তে আস্তেই করুন। মাল্যবানদা' বা আমি শুধু পরামর্শই দিয়ে রাখলাম।

    ReplyDelete
  4. সেটাই বা কে দেয় ধন্যবাদ।

    ReplyDelete