আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি,
দেখা যাক পৃথিবীর ঘাস,
সৃষ্টির বিষের বিন্দু আর
নিষ্পেষিত মনুষ্যতার
আধারের থেকে আনে কী করে যে মহানীলাকাশ।।
Monday, 25 April 2011
অর্ধেকআকাশের অধিকারীদের জন্য রইল একটু আধিপত্য। তারায় তারায় অনুরণন হলে আকাশ হবে সম্পূর্ণ।
'নক্ষত্রের সাথে কথা কয়
যখন নক্ষত্র তবু আকাশের নক্ষত্রের রাতে-
তখন হৃদয়ে জাগে নতুন যে- এক অধীরতা,
তাই লয়ে সেই উষ্ণ আকাশেরে চাই যে জড়াতে
গোধুলির মেঘে মেঘে,নক্ষত্রের মতো রব নক্ষত্রের সাথে।'
No comments:
Post a Comment