|   
এটা কি ভালবাসার হত্যা 
আমি তোমাকে একটু আগে দিয়েছিলাম 
 ভালবাসার স্বাক্ষর 
আমায়  মারলে  জন লেননকে যে ভাবে মারা হয়েছিল 
 
 
তাহলে হত্যা আর ভালবাসার সম্পর্ক কি ? 
 
মনস্তত্ত্ব না নৃতত্ত্ব 
যেমন পণ্ডিত লেভিস্ত্রোচ বলেন ? 
ঘটনার বিপ্রতীপ রূপান্তর ? 
 
গভীর মনস্তত্বের বিষয় 
ভালবাসা ও ঘৃণা 
মুদ্রার এপিঠ ওপিঠ 
 
দুটোই কিন্তু এক । 
~~~~~ 
~~~~~ 
অসমিয়া কবিতা 
হত্যা 
~~ 
কিশোর ভট্টাচার্য 
এইটু মৰম'ৰ হত্যানে 
মই তোমাক অলপ আগতে দিছিলো 
ভালপোৱাৰ স্বাক্ষৰ 
মোক মাৰিলা যেনেকৈ জন লেননক মাৰিছিল 
 
তেনেহ'লে হত্যা আৰু ভালপোৱাৰ 
সম্পর্কটো কি ? 
এইটো মনস্তত্ব নে  নৃতত্ত্ব 
যেনেকুৱা পণ্ডিত লেভিস্ত্রোচে কয়? 
ঘটনাৰ বিপ্রতীপ রূপান্তৰনে ? 
 
এইটো গভীৰ মনস্তত্বৰ বিষয় 
ভালবাসা ও ঘৃনা 
একে মুদ্রাৰ ইপিঠ-সিপিঠ 
 
দু'টা বস্তু কিন্তু একোটাই। 
~~~~~~~~~~~~~~~ 
বাংলা রূপান্তর ~~নান্দিতা ভট্টাচার্য | 
No comments:
Post a Comment