Wednesday 9 May 2012

বুদ্ধের হাসি কান্না

বুদ্ধ হাসেননি কখনো
অথচ তাকে হাসানো হল
যেমন যুদ্ধের আয়োজনে কুকুরের লেজ
নাড়ালেই নড়ে ।


বুদ্ধ হাসেননি কখনো
বুদ্ধ হাসলেই পৃথিবীর চোখ কানা
বুদ্ধ হাসলেই পৃথিবীর চোখে টপ টপ জল
বুদ্ধ হাসলেই পৃথিবীর শরীরে গ্রহন ।
অথচ মহাভিক্ষুর শূন্য ঝোলায় নিদ্রিত পরম অনু
যার তিল তিল বিস্তৃতি এক গহিন ডুব
শান্ত শীতল দীঘির পুর্ন চন্দ্রমুখ ।
বুদ্ধ কাঁদলেই পৃথিবীর সুখ ।

3 comments:

  1. গিলতে একটু কষ্ট হচ্ছে ।
    Tender Business Bangladesh.

    ReplyDelete
  2. bharote poromanu bishforener por .... bola hoyechilo .. sorkari message chilo buddha is laughing ....ebar nishchoyi gilte kosto hobe na ...:)

    ReplyDelete