বার
বারই ভাবি যথেষ্ঠ হয়েছে আর নয় --সঙ্গে সঙ্গে পাঁজরের তলায় একমুখ উগরে
লাভা, চোখ পাঁজরের ভেতরে সেঁধিয়ে ছটফট , শিরাগুলো টান টান ,দপ দপ কপালের
রগ্ , এক টুস্কিতে সারা গা বেয়ে নেমে আসবে রক্তের ধারা , অথচ কি আশ্চর্য
মন থেকে সে তো বৃষ্টিতে ভিজতেই চেয়েছিল , ভিজবে বলেই ধেয়ে আসা অঝোরকে কখনও
জড়িয়ে ধরেছে কখনও পাশ কাটিয়ে গেছে পাশ কাটিয়ে গেলেও ছাট এসে তো গায়ে
লাগে ।
আবার ঈশ্বরকে যত আকড়ে ধরতে চেয়েছে বার বার ঝড়ের ঝাপটায় দূরে
সরেছে , আস্তে আস্তে ভীষণ পর মনে হয়েছ তাঁকে , যত দিন গেছে শয়তানের সঙ্গেই
ভাব হয়েছে , অন্তত পক্ষে তাঁর একটি স্ফটিক চেহারা আছে ,বাকা আঙ্গুলে ঘি
তোলার দর্শন নেই ,সাদাকে সাদা কালোকে কালো বলে দৃঢ় ভাবে , নাম ভাঁড়িয়ে
নিয়তি নিয়তি খেলায় মানুষকে ঠেলে দূরে বসে মজা দেখেনা , ঈশ্বরের কাছে কোন
পাকা হিসেবও নেই , যুক্তি দিয়ে বোঝাতে পারবে না তার খেলার খতিয়ান ,কেন
বৃষ্টির বদলে রক্ত , ভারি মহানের বড়াই ! ঢের হয়েছে বাপু আর নয় বললে তো সে
তোমার পিছু ছাড়বে না বার বারই বাড়িয়ে দেবে কাঁটা সহ একটি ডাল , রক্তাক্ত
তোমার হাত , ঘেমে উঠবে তুমি রক্ত চানে , তোমায় নিদান দেবে বৃষ্টি তো সবার
জন্যে নয়, চণ্ডী তৈরি করার খেলায় অন্নপুর্নার হার তো হবেই ।
একটি সোজা আলপথ ধরে যতই এগোও পথের পাড়ে জরি চুমকির সালমা কাজের জন্যে ক জীবন অপেক্ষা করতে হবে তা কোন খেরোর খাতায় লেখা নেই ;নিরেট লাল সুতোয় বোনা আল ধরে ছুটে চলা অন্তহীন ...।
একটি সোজা আলপথ ধরে যতই এগোও পথের পাড়ে জরি চুমকির সালমা কাজের জন্যে ক জীবন অপেক্ষা করতে হবে তা কোন খেরোর খাতায় লেখা নেই ;নিরেট লাল সুতোয় বোনা আল ধরে ছুটে চলা অন্তহীন ...।
No comments:
Post a Comment