আমি তবু বলি: এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি, দেখা যাক পৃথিবীর ঘাস, সৃষ্টির বিষের বিন্দু আর নিষ্পেষিত মনুষ্যতার আধারের থেকে আনে কী করে যে মহানীলাকাশ।।
নন্দিতাদি, আপনি এটা দেখুনঃhttp://www.addthis.com/এটা জুড়ে আপনি আপনার নিজের ব্লগও ছড়িয়ে দিন। ব্লগ না ছড়ালে কারো চোখে পড়ে না।
নন্দিতাদি, আপনি এটা দেখুনঃhttp://www.addthis.com/
ReplyDeleteএটা জুড়ে আপনি আপনার নিজের ব্লগও ছড়িয়ে দিন। ব্লগ না ছড়ালে কারো চোখে পড়ে না।