Wednesday, 9 May 2012

কৃষ্ণগহ্বর


কৃষ্ণগহ্বরের দিকে পুনর্যাত্রা দুখি মানুষের
যদিওবা কয়েকপা হেঁটেছিল দূর সংগবদ্ধ
রক্তের সিঁড়িতে পা আটকে আবার পিছুহটা
এ রক্তক্ষরন তো নীরব, দু'দশকের সরব শীত
দিয়েছে নিদান, নিরানব্বই শতাংশের রক্ত ঘাম
গড়ে দেবে পৃথিবী কুলীন ,মননের সীমানায়
ঘাটি গাড়ে স্থবির বিকেল ,সুর্যোদয়ের আকাশ আজ
বিবর্ন বিহ্বল, সারিবদ্ধ পঙ্গপালের নিভৃত চারনভুমি ।

প্রকৃতির তীব্র ঘৃণা শূন্যতার প্রতি 
রাতের অবিশ্রান্ত পরিক্রমাই উজ্জ্বল দিনের উল্লাস ।
~~~~~~~~~~~~

1 comment:

  1. নন্দিতাদি, আপনি এটা দেখুনঃhttp://www.addthis.com/
    এটা জুড়ে আপনি আপনার নিজের ব্লগও ছড়িয়ে দিন। ব্লগ না ছড়ালে কারো চোখে পড়ে না।

    ReplyDelete