আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি,
দেখা যাক পৃথিবীর ঘাস,
সৃষ্টির বিষের বিন্দু আর
নিষ্পেষিত মনুষ্যতার
আধারের থেকে আনে কী করে যে মহানীলাকাশ।।
Monday, 25 April 2011
জাগো
জাগো
জাগো জেগে রও জেগে থাকি
জেগে আছি 'জেগে থাকাই ধর্ম'। দরকার শুধু একটা দেশলাই, বারুদ আছে।
No comments:
Post a Comment