Saturday, 28 April 2012

বিষকন্যা

সুজাতার পরমান্ন ভাণ্ডে ঢেলে দেব
একফোঁটা বিষ
যেমন গাছের গোঁড়ায় পেরেক কিংবা হিং
কঙ্কাল গাছের সারি ঠায় দাঁড়িয়ে
করাতের অপেক্ষায় ।

আমি তো বিষকন্যা ।

সমস্ত অপকথা গায়ে মেখে
উদোম দাঁড়িয়ে থাকব পেরেক বুকে ।
· · 8 minutes ago ·



Friday, 6 April 2012

অনাস্থার ইতরতা

মুখে কাপড় গুঁজে দিলেই কি আস্থার শেকড় গজায় ,শব্দ ব্রহ্ম মেঘের উর্মিমালা বিশ্বাসের গোঁড়ায় জল , কাকের পরিভাষায়ও কোন ইতরতা নেই ,শুধু নিজের চারপাশে বেড়ে ওঠা আরশিনগরে জল সিঞ্চন , তাতে নিজের মধ্যে জেগে ওঠে এক মৎসকন্যা, সে জল বলয় বিচ্ছুরিত আলোর পলাশ রেনু ,শব্দের নিস্তব্ধতায় ক্লান্ত বা অসত্যের মাপকাঠি , আরশিতে পড়শি যাপন কখনই ইতরতার বিকল্প নয় ,মননে লক্ষ্মীন্দরের বাসর ঘর , কলার মান্দাসে বেউলোর অন্তহীন যাত্রা অব্যাহত ।

Thursday, 5 April 2012

নোনাডাঙ্গায় বাতাসের আগে আগুন ছোটে
ইলেকট্রিকের অস্তিত্বহীন তারগুলো একলা
এখানে ওখানে ঘাড় উল্টে পড়ে জল বিন মাছ
সরসর শব্দে বাতাস একা একা হাঁটে  হ্যাংলা
ডাঙ্গায় ,খবর চুপিসাড়ে জানান দিয়ে যায়
আজ রাতে বিলাই বিলাইয়ের মাংসে থাবা ,
ঘাড় ও মটকে দিতে পারে, সচেতন বায়সেরা
আয়েশে বসে  মাংস চিবায়; তারহীন বার্তালাপে
জালিয়াতি কথোপকথন জারি,আত্মতৃপ্তির
চোঁয়া ঢেকুরে আগ্রাসী স্নান,অতঃপর তিলমাত্র
আঘাত চিহ্ন বহির্ভুত পরিব্যপ্ত পাখির চোখ
দু পেগ বিপ্লবে আস্থা রেখে কলিযুগ শানায় ,
সংজ্ঞা সব কিছুরই বদলেছে'ধর্মের'ও'জিরাফের'ও ।