সুজাতার পরমান্ন ভাণ্ডে ঢেলে দেব
একফোঁটা বিষ
যেমন গাছের গোঁড়ায় পেরেক কিংবা হিং
কঙ্কাল গাছের সারি ঠায় দাঁড়িয়ে
করাতের অপেক্ষায় ।
আমি তো বিষকন্যা ।
সমস্ত অপকথা গায়ে মেখে
উদোম দাঁড়িয়ে থাকব পেরেক বুকে ।
· · 8 minutes ago · একফোঁটা বিষ
যেমন গাছের গোঁড়ায় পেরেক কিংবা হিং
কঙ্কাল গাছের সারি ঠায় দাঁড়িয়ে
করাতের অপেক্ষায় ।
আমি তো বিষকন্যা ।
সমস্ত অপকথা গায়ে মেখে
উদোম দাঁড়িয়ে থাকব পেরেক বুকে ।