ঠাকুর পুজো
আজ ৮ই মে, শেষ বসেছিলাম ১৬ সালে।এ এক ডাক পাবার মত । কখন কে যে কথায় বসবে সে নিজেই জানে না । এর পর আবার ভয় । পোস্ট করবে কি সে নাকি চুরি হচ্ছে । তা এত বড় দেশ এত মানুষ । কে কোথায় কি করছে করবে কে জানে ।
তারপর যখন তখন বলবে মনে কি আছে! লিখুন । কেউ কি লিখতে পারে মনে কি আছে ! কত গোপন গলি ঘুজি আছে কে জানে।আপনার ইমেজ আছে না সব বললে হবে। ইমেজকে ভাসমান রেখে আপনি ভেসে জান । তার তলায় চাপা পড়ে থাকুক মন।আজ এতটুকু থাক । দেখা যাক কত বছর পর আবার বসা যায়।
আপাতত অমিতাভ ঘোষের 'গান আইলান্ড' নিয়ে বসি ।
মন খারাপ হলে আবার বসব
এ কি ঠাকুরকে প্রণাম না জানিয়ে চলে যাচ্ছি , দেখ কাণ্ড । কতকাল পরে ঘাড় ধরে বসিয়েছেন তাকে পেন্নাম না ঠুকে চলে গেলে পাপ লাগবে না!
একেই তো বাঙ্গালির সাড়ে সব্বনাশ করেছেন , নরম সরম নাড়ু গোপাল বানিয়েছেন!
সে বললে হবে আন্দামান সেলুলার জেলে তিন দেয়াল বাঙ্গালির আর তারপর দেশ থেকে ঘাড় ধাক্কা । সবার না হলেও বেশ কিছু লোকের। তারপর আরও আছে ঘুমায় বটে কিন্তু ঠিকঠাক সময় জেগে ওঠে । ভুল্ভাল হয় অবশ্য। তা কাজ করতে গেলে অবশ্য ভুল হয়। বেশি কথা নয় ৫ খানা নোবেল আছে। হু হু বাবা!