Wednesday, 24 August 2011

অনু By Nandita Bhattacharjee · Saturday, June 4, 2011

১।ফুল তুলে তুলে নির্মাল্য কুসুম হয়েছি আমি

দূর থেকে কৃষ্ণচুড়া রাধাচুড়ার সুবাসে

স্নাত হব আমি বসন্ত বাতাসে।

২।উজ্জল নক্ষত্র ঘিরে বসেছে সম্রাজ্ঞী সভা

তার মাঝে দূরে এক নিমায়িত চাঁদ

অবয়ব মিলায় তার দিক-চক্রবালে

ধুলি ধুসরিত বায়।

No comments:

Post a Comment