Friday 7 October 2011

সনেট-২ বাতিঘর

নেট-২ বাতিঘর

 হঠাত এক অনিমিখ ত্রস্ত নাবিক

কথা হয়ে ডেকে ওঠে মেঘ জাগতিক

বাতিঘর জ্বলে ওঠে বালুকাবেলায়
ডেকে যায় বিহ্বল সিগাল অবেলায়।
ক্রমশ চারপাশ তার রহস্য আঁধার
ছায়া ছায়া কাল ধোঁয়াশার আশ
কুয়াশায় ছায়াবৃত ঢাকে মুখ তার
নিরবচ্ছিন্ন অস্ফুট অন্বেষণে গুঢ়তার বাস।


রহস্যের অবিরাম অশরীরী অবগাহন
ছায়াবৃত গুঢ় অন্ধকার দ্যুতিময় যখন
বাতিঘর দূর দুরগত আবছায়ায়
সামুদ্রিক ঝড় ছাপ রেখে যায় ।
বাতায়নে চোখ বোজে দাখিনা বাতাস

No comments:

Post a Comment