Monday, 25 April 2011

অঙ্গারে মুখ


সার সার দাড়ানো মুখের সারি থেকে
তীব্র কষাঘতে চিনিয়েছিস
ভ্রাতৃ হন্তার স্মারক মুখটিকে।

কাঁপেনি তোর চোখ
কাঁপেনি তোর হাত।
গনগনে হৃদয়ের আঁচ ঢেলে
জন্ম দিয়েছিস চেরা জিহ্বার।

সেই অন্ধকার রাতের নিথর যন্ত্রনা
তিল তিল করে তোর বুকে
পুষে রেখে ছিল ক্রোধ।
ক্রমে ক্রোধ থেকে জন্ম নেয় অঙ্গার।

সেই অঙ্গারে,
চোখ হাত সেঁকে নিয়ে
ধিকি ধিকি আগুন
ঢেলে দিলি ভ্রাতৃহন্তকে।

হৃদয়ের তীব্র যন্ত্রনাকে
খানিকটা হলেও মুক্তি দিলি তুই।
 (বারাসতেএকটি মেয়ের ওপর অত্যাচারের পরিপ্রেক্ষিতে।)

No comments:

Post a Comment