আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি,
দেখা যাক পৃথিবীর ঘাস,
সৃষ্টির বিষের বিন্দু আর
নিষ্পেষিত মনুষ্যতার
আধারের থেকে আনে কী করে যে মহানীলাকাশ।।
Thursday, 28 April 2011
পটার পটিয়সী রাওলিং
কী বলা যায় পটার মাতাকে?হঠাৎ বাদশা না হঠাৎ শাহজাদী?না ছেলেভুলানো স্বপ্নের দেশের রানী?হ্যা যোয়ান ক্যাথলিন রাওলিং ।১০ বৎসরে ইংল্যাণ্ডের রাণীর থেকেও বেশী বিত্তবতী।এ যেন রূপকথার
No comments:
Post a Comment