প্রানের শহর~~~
প্রাণের শহর
ঝাপসা হয় পানবাজার অভার ব্রিজ,ভরলুমুখ,দিপর বিল,
কারবি গ্রাম, গোয়ালপাড়ার সূর্যাস্তের ব্রহ্মপুত্র,আমার
প্রানের শহর; বিধ্বস্ত হয়েছে তার চিত্রল মুখ ,ছবির মত
অমলকান্তি বাড়িগুলোর মুখ ঢেকেছে কর্পোরেট অশ্লীলতায় ,
উঠোনে দাঁড়ালে চোখ ছুঁয়ে যেত শরনিয়ার সাবলীল শরীর ;
কাহিলিপাড়া, জাপরিগগ,নিলাচল চোখ ঢেকেছে আঁচলে ,
চোখ হোচট খায় ধাবমান অতল তল ও বাজারের কৃত্রিম
আলোর ছলাকলায় ,ফ্লাইওভারের কার্নিশে মুখ ঘষে শহরের
বন্ধ্যা জীবন; হারিয়ে যায় স্মৃতির ক্যানভাসে এঁকে রাখা তুলির
বর্ণিল মেদুরতা ,সব শহরই আজ এক ছাঁচে ঢালা বৈচিত্র্যহীন
বেবাক নিথর শব;তবু ভালবাসি আমার প্রানের শহর ,তোর
লাইকেনহীন শরির থেকে আগ্রাসী আমি খুটে খাই অক্সিজেন মন।
No comments:
Post a Comment