নাবান্নের ঘ্রান
নাবান্নের ঘ্রান~~
উৎসব সমারোহ শেষ ,চোখ পলক না
ফেলতেই সবুজের আসমান হেমন্তের মাঠ ,
যতদূর চোখ যায় শুধু সবুজের সুখ মাখা,
হাত ধরে ছুটে চলা--আবার থামলেই মাঠে
সূর্যমুখী ফরমান,মাঠে তাঁত বোনে কে,
সবুজের জমিন পালটে হৈমন্তি আঁচলে
ক্ষেত মন বুটি,তিলে তিলে জেগে ওঠে
প্রান, মাঠ ভরে দুধ আসে ধানের বুকে,
সময়ের হাত ধরে শূন্য হয় মাঠ ,ধান
প্রান পেয়ে ভরে দেয় কৃষকের উঠান ,
সবুজ সোনার ক্ষন, নববধূ নবান্ন চন্দন
ফোঁটায়, পা রাখে দুধ আলতায় গৃহস্থের
আঙ্গিনায়। নবান্নের ঘ্রান ,প্রান পায় আহ্লাদি,
সোহাগি অগ্রান ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
No comments:
Post a Comment