Friday, 6 January 2012

আলাপ ~~~~

 
                                                                 
আলজিভে বানিজ্য , জিভে কবিতা
ঠোঁটে ভালবাসা ।
লক্ষ্মী কবিতার গোঁড়ায় বিষ ,
মনের ভেতর গর গর অন্য
এক রেয়াজ, সহজ সরগম
অনেকদূর ,আলজিভ জিভ
গড়িয়ে ঠোঁটে নামুক অমৃত
রাগিণী জলাধার ।

1 comment:

  1. ভালো কবিতা। সব লেখা এখানে সংরক্ষিত করছেন তো? নিচে দেখুন শেয়ার বোতাম আছে। এর ব্যবহার করবেন। নইলে লোক আসবে না পড়তে।

    ReplyDelete