Friday, 7 October 2011

ইরম- তোকে মরম

ইরম- তোকে মরম    

শর্মিলা
ইরম
তোকে জানাই
মরম    মরম    মরম ।
 চারদিকে ধুম লেগেছে হৃদকমলে ।
আলোর বিলাপ,মানুষের উদভ্রান্ত উল্লাশ ,ময়ুর নৃত্য
তারমাঝে তোর মুখ মনে পড়ে
টিউবের অলঙ্কারে শোভিত
উজ্জ্বল এক দ্বীপমালা , নক্ষত্রখচিত
রোমাঞ্চিত ভ্রুযুগল  কত কথা বলে
তোর চোখের তারায় জ্বলে ওঠে লোকতাগ লেক।
 অপেক্ষা--
গঙ্গাজল সই তোর
আফস্পার অশনি সঙ্কেত , রক্তের দাগ মুছে
এক নরম প্রলেপ লাগাতে চাস মানুষের বুকে।
ওদিকে ডেসমণ্ড কলমে আঁকে তোর মন
বসে আছে অপার হয়ে কবে রজকিনি,
নিকষিত হেম জড়িয়ে নেবে সব
বিহ্বল  বিষাদের কথা ।
অপেক্ষার
আর এক নাম
শার্মিলা ইরম
মরম    মরম     মরম ।

No comments:

Post a Comment