শর্তহীন কই
by Nandita Bhattacharjee on Monday, October 3, 2011 at 12:10pm
মত হবি যদি কথা
দিস, তবেই কিন্তু
বসা যেতে পারে
অলিন্দে ,বোঝাপড়ার
খেরোরখাতা হাতে--
সময় দেব, চুরি
গেছে যতখানি ।
আবার ভাসবে
সকাল উঁকি দিয়ে
জোড়াখাঁচার পায়--
বিকেলটাকেও রাখব
বেঁধে উড়ান পাখনায়---
শর্তহীন সুখে ডাক
দিয়েছে মন, দেখি
তাতে পা দিয়ে
জল নাচে কেমন।
No comments:
Post a Comment