আমি তবু বলি: এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি, দেখা যাক পৃথিবীর ঘাস, সৃষ্টির বিষের বিন্দু আর নিষ্পেষিত মনুষ্যতার আধারের থেকে আনে কী করে যে মহানীলাকাশ।।
Thursday, 28 April 2011
পটার পটিয়সী রাওলিং
কী বলা যায় পটার মাতাকে?হঠাৎ বাদশা না হঠাৎ শাহজাদী?না ছেলেভুলানো স্বপ্নের দেশের রানী?হ্যা যোয়ান ক্যাথলিন রাওলিং ।১০ বৎসরে ইংল্যাণ্ডের রাণীর থেকেও বেশী বিত্তবতী।এ যেন রূপকথার
Tuesday, 26 April 2011
Monday, 25 April 2011
civil care
civilization expects
a little bit tolerance.
civilization needs
a slight 'live and let live.'
civilization demands
peaceful co-existence.
civilization weaves
a seasoned mind.
civilization cares for
the privacy of
the golden friends.
civilization respects
ripe and mellowed wisdom.
দূরদর্শন মাতার সাবান গল্পধারা
গৃহিণীদের দুপুরবেলায় হাতে ধান দুব্বো নিয়ে লক্ষ্মীর পাঁচালী পড়ার মত নিত্যকর্মপদ্ধতিএকটি অপরিহার্য অঙ্গ সাবান গল্পধারা।
ফেনায়িত ধাবমান,বোধহয় একদশকের ওপর কাপুর(একতা) মিসিবাবা ে অপরূপ রূপকথার মায়াজাল বিস্তার করেছেন
তা গল্পের গরু গাছে নয় চাঁদে পৌছে যাবার যোগাড় হয়েছে।ঘটনার ঘনঘটায় কার কত বার বিয়ে হচ্ছে -কত বার পাত্রপাত্রী পাল্টাপাল্টি হচ্ছে
-আসবাবপত্রের চাকচিক্যে ও অলংকারের ঔদার্যে তা আর খেই পাওয়া যাচ্ছে না ।আমরা ভেসে চলেছি বেউলোর ভেলায়-জীয়নকাঠি ছুঁইয়ে কেউ বাঁচিয়ে তুলবে সেই অপেক্ষা ।....
অঙ্গারে মুখ
সার সার দাড়ানো মুখের সারি থেকে
তীব্র কষাঘতে চিনিয়েছিস
ভ্রাতৃ হন্তার স্মারক মুখটিকে।
কাঁপেনি তোর চোখ
কাঁপেনি তোর হাত।
গনগনে হৃদয়ের আঁচ ঢেলে
জন্ম দিয়েছিস চেরা জিহ্বার।
সেই অন্ধকার রাতের নিথর যন্ত্রনা
তিল তিল করে তোর বুকে
পুষে রেখে ছিল ক্রোধ।
ক্রমে ক্রোধ থেকে জন্ম নেয় অঙ্গার।
সেই অঙ্গারে,
চোখ হাত সেঁকে নিয়ে
ধিকি ধিকি আগুন
ঢেলে দিলি ভ্রাতৃহন্তকে।
হৃদয়ের তীব্র যন্ত্রনাকে
খানিকটা হলেও মুক্তি দিলি তুই।
(বারাসতেএকটি মেয়ের ওপর অত্যাচারের পরিপ্রেক্ষিতে।)
Subscribe to:
Posts (Atom)