Wednesday 24 August 2011

চাকলা চল~~

by Nandita Bhattacharjee on Saturday, August 20, 2011 at 10:17pm


পরশু জন্মাষ্ঠমী।যশোর রোড ভেসে যাচ্ছে জনজোয়ারে।সাত থেকে সত্তর।স্রোতের মত এগিয়ে যাচ্ছে বাগবাজার থেকে চাকলা ।জয় লোকনাথাবাবার জয়।দুদিন ধরে দুপুর থেকেই যানযটে আধঘন্টার রাস্তা পেরোতে লাগছে দেড়ঘন্টা।রবিবারে তো কথাই নেই।ভাসবে মানুষ,রাস্তা হবে নিশ্চল।এ এক অদ্ভূত মাদকতা।কিসের টানে এমন ছুটে চলা!!শিয়ালদা ও হাওড়ায় প্রথম অবতরণ। ম্যাটাডর দাঁড়িয়ে থাকে।টপাটপ নিয়ে যাচ্ছে গন্তব্যস্থলে।মাছের টোপ ধরার মত।এছড়াও বিভিন্নদিক থেকে জড় হচ্ছে মানুষ পছন্দমত যানবাহনে করে।কিছুদিন আগেও যাওয়ার বাহন ছিল পদযুগল।বাগবাজার গঙ্গা থেকে বাঁকে করে জল নিয়ে আবার ছোটা। উদ্দাম নেশা।বাবা পার করেগা।রাস্তায় জলসত্রের আয়োজন জায়গায় জায়গায়।তার জন্যে কয়েকদিন ধরেই বাস থামিয়ে চাঁদা তোলা হয়েছে।জলসত্রের তাবুতে কেবলমাত্র জল নয় রাত্রিবাসেরও বন্দোবস্ত আছে।আছে খিচুড়ী।খাইয়ে পরিতৃপ্ত হচ্ছেন উদ্যোক্তারা।পরিবেশনে মেয়েরা।মাইকে বাজছে 'শিলা কি জওয়ানী' বা গলা কাপিয়ে অনুপ জালোটা।বাবা কা মহিমা।বা হিন্দিগানের সুরে বাবার মহিমা কীর্ত্তন। এ ছাড়া জিতের সুরের নাচন তো আছেই।সারারাত উচ্চগ্রামে মাইক।সংগে রসনা রসসিক্ত উন্মাদ নৃত্য।পরিশ্রমের পর ধকল নামাতে হবে তো?সাত থেকে দশ পনের নতুন জামা,মাথায় লাল ফেট্টি।তাতে চকচকে সুতো লেখা জয় লোকনাথ।মধ্যবয়েসী মহিলারা পরেছেন নতুন শাড়ী।মাথায় ফেট্টি একইরকম। কিশোর যুবারা বারমুডা বা ধুতি।মাথায় কখনো ফেট্টির বদলে নতুন গামছা।কাঁধে বাঁক লাফাতে লাফাতে চলেছে। ছন্দে ছন্দে দুলি আনন্দে।ম্যাটাড়রে নাচতে নাচতে এগিয়ে যাওয়া।কোথায় বা ধর্ম কোথায় বা ভক্তি।ফুর্তি ফুর্তিফুর্তি!হুজুগেরফোয়ারা।উন্মাদনার মিছিল।বাবার জন্মস্থানে পৌছে জল ঢেলে এ জন্মের পাপ স্খালন বা পরজন্মের মুক্তি।বা নেই কোন যুক্তি। চল চাকলা।রনে বনে জঙ্গলে যেথায় বিপদে পড়িবে বাবাকে স্মরণ করিবে। তাই সরল বিশ্বাসে একটি মেয়ে উচ্চমাধ্যমিকের ইংরাজী পরীক্ষায় সমস্ত খাতা জুড়ে জয় লোকনাথ বাবার জয় লিখে এসেছিল ।ইংরাজী পরীক্ষা ফার্স্ট জেনারেশন ইংরাজী পড়ুয়াদের কাছে বিপদই বটে!!!ফল হয়েছিল একশতে শূণ্য।
বাবা কোথায় খাবি খাচ্ছেন কে জানে? এত ডাকাডাকি!!হেচকি উঠছে না তো? কি ভেইবতেছেন বাবা?


No comments:

Post a Comment