By Nandita Bhattacharjee · Thursday, August 18, 2011
ইচ্ছে করে
ঝড়ের চুলের মুঠি ধরে
নিটোল সিঁথিপাটি কেটে
এলোমেলো চুলকে
সাজিয়ে তুলি নিপাট।
ভাবি
সেই সিঁথিপথ ধরে
হেঁটে যাব ঝড় জল হীন
এক ফালি সুখ মনে মেখে।
কোথাথেকে
আবার একটি দামাল
ঝড় এসে এলোমেলো
করে দেয় সিজিল চুল।
আঁকাবাঁকা হয়ে যায় সোজা সিঁথিপথ।
এভাবেই চিরজীবন
ঝড়ের সাথে
ঘরবসত আমার।
ঠিক করেছি
ঝড়ের অবিন্যস্ত চুলে
পরিয়ে দেব হীরের লবঙ্গফুল।
Nandita Bhattacharjee
No comments:
Post a Comment