Wednesday 24 August 2011

লোকগান বাংলার মানুষের নিত্যদিন সংগী।সকাল থেকে রাত পর্য্যন্ত।সমস্ত উৎসব অনুষ্ঠানের জন্য রচিত হয়েছে গান।তেমনি একটি প্রভাতী সংগীত দ

by Nandita Bhattacharjee on Tuesday, June 28, 2011 at 10:41am

রাই জাগো রাই জাগো শুকশারী বলে

কত নিদ্রা যাও গো রাধে কালো মানিকের কোলে।।

শুক বলে ওগো রাই বলি গো তোমারে

অরুণ কিরণ হেরি প্রাণ কাঁপে ডরে।।

শারী বলে ওহে শুক গগনে উড়িয়া ডাক

নব জলধর আনি অরুণেরে ঢাক।।

শুক শারী রবে জাগি কিশোর কিশোরী

বাসুদেব ঘোষ বলে রূপের মাধুরী।।

No comments:

Post a Comment