আমি তবু বলি: এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি, দেখা যাক পৃথিবীর ঘাস, সৃষ্টির বিষের বিন্দু আর নিষ্পেষিত মনুষ্যতার আধারের থেকে আনে কী করে যে মহানীলাকাশ।।
১।ফুল তুলে তুলে নির্মাল্য কুসুম হয়েছি আমিদূর থেকে কৃষ্ণচুড়া রাধাচুড়ার সুবাসে স্নাত হব আমি বসন্ত বাতাসে।
১।ফুল তুলে তুলে নির্মাল্য কুসুম হয়েছি আমি
দূর থেকে কৃষ্ণচুড়া রাধাচুড়ার সুবাসে
২।উজ্জল নক্ষত্র ঘিরে বসেছে সম্রাজ্ঞী সভা
তার মাঝে দূরে এক নিমায়িত চাঁদ
অবয়ব মিলায় তার দিক-চক্রবালে
ধুলি ধুসরিত বায়।
No comments:
Post a Comment